প্রবাসী লেখক কামরুল হাসান জনির ‘ফেরা’

দূর পরবাসের রেমিটেন্স সৈনিকদের নিয়ে প্রবন্ধ-নিবন্ধ লিখা হলেও সচরাচর সাহিত্যে তাদের চরিত্র খুব একটা নজরে পড়ে না। প্রবাসীরা আজীবন থেকে যান পর্দার আড়ালে। নিজের সঙ্গে সংগ্রাম আবার নিজের সঙ্গেই বন্ধুত্ব হয় তাদের। ঘাম ঝরানো পরিশ্রমে বয়স পার করে একসময় তারা ফিরে আসেন দেশে। পরদেশেই তাদের জীবন-যাপন, আনন্দ-দুঃখবোধ আর প্রাপ্তি-অপ্রাপ্তি হাজারও গল্প-কাহিনি থেকে যায় অলিখিত। প্রবাসীদের এমন কিছু অলিখিত কাহিনি, জীবন-জীবিকা ও সাহিত্যের বিভিন্ন উপাদানে রচিত হয়েছে কামরুল হাসান জনি’র দ্বিতীয় উপন্যাসগ্রন্থ ‘ফেরা’। রাজিব রায়ের শৈল্পিক প্রচ্ছদে অমর একুশে গ্রন্থমেলা ২০১৬-তে বইটি প্রকাশ করেছে মেলা পাবলিকেশন্স। উপন্যাসগ্রন্থটি প্রকাশে পৃষ্ঠপোষকতা করেছে দুবাইয়ের অন্যতম সংগঠন বাংলাদেশ সোশ্যাল ক্লাব। বইটি পাওয়া যাচ্ছে মেলা পাবলিকেশন্সের স্টলে। উপন্যাস প্রসঙ্গে কামরুল হাসান জনি জানান, ‘শ্রমে-ঘামে নিজের সুখ বিসর্জন দেয়া প্রবাসীদের খুব কাছে থেকে দেখেছি। প্রতিনিয়ত চেষ্টা করেছি তাদের নিয়ে স্বল্প-দৈর্ঘ্য লেখার। মাঝেমধ্যে পত্রিকার পাতায় খবর লিখি। কিন্তু সঙ্গত কারণে সেসব খবরে এ শ্রমজীবী প্রবাসীদের সব কথা তুলে ধরা সম্ভব হয়না। তাই এবার উপন্যাসে তাদের জীবন-চরিত্র নিয়ে বর্ণনা করলাম।’ ইতিপূর্বে জনি’র আরো দুটি বই প্রকাশিত হয়েছে। ওই বই দু’টির নাম ‘এ পারের হৈম’ ও ‘আমিরাতের পথে-ঘাটে’। প্রথম গ্রন্থটি উপন্যাস। সেটি প্রকাশিত হয় ২০১৩ বইমেলায়। আর দ্বিতীয়টি ভ্রমণগ্রন্থ। সেটি প্রকাশিত হয় ২০১৫ বইমেলায়। উল্লেখ্য, তিনি বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার আরব আমিরাত প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

One thought on “প্রবাসী লেখক কামরুল হাসান জনির ‘ফেরা’

Leave a Reply to Ekjon Ghunpoka Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.