পারলো না মিরাজবাহিনী

সেমিফাইনালেই থেমে পড়লো টাইগার যুবাদের স্বপ্নযাত্রা। ৮ বল হাতে রেখে টার্গেট পার করলো ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ নম্বরে ব্যাট হাতে ৫৯ রানে অপরাজিত থাকেন ক্যারিবীয় তরুণ তারকা স্প্রিঙ্গার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেটে হার দেখলো বাংলাদশে। আগামী ১৪ই ফেব্রুয়ারি আসরের ফাইনালে ভারতের মোকাবিলা করবে ক্যারিবীয়রা।
২২৬ রান সামনে নিয়ে ব্যাট হাতে শুরুতেই চড়াও হয় ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। মাত্র ৫ ওভারেই তুলে ফেলে ৪৪ রান। কিন্তু দুই ওপেনারকেই সাজঘরে ফেরান বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১২ বলে ১৪ রান করা টেভিন ইমলাককে ফেরানোর পর ২৫ বলে ৩৮ রান করা গিডরন পোপকে ফেরান তিনি। কিন্তু এরপর ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শিমরন হেটমেয়ার ও কেসি কারটি ৬২ রান যোগ করেন। এতে ৪ উইকেটে ১৭৭ রান যোগ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৩৮তম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে জিড গুলি ও কিমো পলকে সাজঘরে ফেরান সালেহ আহমেদ শাওন। এতে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৩৮ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ তখন ৬ উইকেটে ১৮১ রান। এর আগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিদের বীরত্বে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২২৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ । দ্বিতীয় সেমিফাইনালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে গিয়ে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। তবে মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন ষষ্ঠ উইকেটে বাংলাদেশ লড়াইয়ে ফেরে। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ৮৫ রান। অধিনায়ক মিরাজ ৬০ ও সাইফুদ্দিন ৩৬ রানে ফেরেন।
এর আগে দলীয় ২৭ রানে ২ উইকেট হারানোর পর ৫৮ রানের মাথায় হারায় তৃতীয় উইকেট। উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষ কোনো রান না করেই ফেরেন। আর আরেক ওপেনার সাইফ হাসান করেন ১০ রান। ২৭ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে কিছুটা দৃঢ়তা দেখায়। নাজমুল হাসান শান্ত ও জয়রাজ শেখ যোগ করেন ৩১ রান। কিন্তু ২৪ বলে ১১ রান করে ফেরেন নাজমুল। এরপর জয়রাজ ও জাকির হাসার গড়েন ৩০ রানের জুটি। কিন্তু জয়রাজ ৩৫ ও জাকির ২৪ রানে ফেরার পর বড় চাপে পড়ে বাংলাদেশ। আজকের জয়ী দল ১৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

৬ thoughts on “পারলো না মিরাজবাহিনী

Leave a Reply to Moin Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.