নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির ‘মেজবান’

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সমিতির মেজবান। রবিবার রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি পাবলিক স্কুল মিলনায়তনে মেজবান পার্টির সাথেই পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতির এ সমাবেশে কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারী লোকজনও ছিলেন। চট্টলা প্রবাসীরা এসেছিলেন সপরিবারে। আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। মঞ্চে আরও উপবেশন করেন মাওলানা নূরল হুদা। প্রধান অতিথি ছিলেন দিনাজপুরে অবস্থিত ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ড. সাইয়িদ এরশাদ আহম্মদ আল বোখারি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এ কে এম ওয়াহেদী এবং সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও অনুষ্ঠানে বিপুল লোকসমাগম ঘটেছিল। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হক কুনু, সহ-সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, কক্সবাজার এসোসিয়েশনের উপদেষ্টা নুরুল আজিম, সিএমবিবিএর কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সমিতির ভবনের গ্যারান্টার এম এ শুক্কুর, বোর্ড অব ট্রাস্টির মেম্বার খোরশেদ খন্দকার এবং নাজির হোসেন প্রমুখ। সমাবেশে জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’ তথা আইএস’র প্রতি ধিক্কার প্রদর্শন করে বলা হয়, ‘এ সময়ে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আইএস নামক সন্ত্রাসী সংগঠন। এটি শুধু মুসলমানদেরই শত্রু নয়, এরা সমগ্র মানবতার দুশমন। তাই এই সন্ত্রাসী সংগঠনের কোন তথ্য পাওয়ার পরই নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রতিবেশি ভিন্ন ধর্মাবলম্বী এবং বর্ণ ও ভাষার মানুষদেরকে বুঝতে দিতে হবে যে ঐ জঙ্গি সংগঠনই শুধু নয়, যারা নির্বিচারে মানুষ হত্যা ও সম্পদ ধ্বংস করে, তারাই ইসলামের শত্রু, মুসলমান নামের কলংক।’

৪ thoughts on “নিউইয়র্কে চট্টগ্রাম সমিতির ‘মেজবান’

Leave a Reply to Moin Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.