লাকসাম পৌর নির্বাচন দেশীয় অস্ত্রসহ ৮ আলীগ নেতা আটক

লাকসামে পৌর নির্বাচন শুরু হওয়ার পর পরই ভোটারদের মাঝে প্রভাব বিস্তারের সময় দেশীয় অস্ত্রসহ উপজেলার ৮ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আইন শৃঙ্খলাবাহিনী। আটকদের মধ্যে রয়েছে- উপজেলার উত্তরা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী, সদর দক্ষিন উপজেলার বাগমারা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আয়াত উল্লাহ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। বাকিগুলোর নাম জানা যায়নি। এদের মধ্যে লাকসাম রেলওয়ে স্কুল ভোট কেন্দ্র থেকে ৫জন ধামৈচা কেন্দ্র অপর ৩জনকে র‌্যাব-১১ এর একটি ভ্রাম্যমান দল আটক করে। এদিকে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুভাস বনিক ও বিএনপি নেতা ফরিদ উদ্দিনের বাড়ীতে হামলা করা হয়েছে। এছাড়া শহরের শ্রীপুর, গাজীমুড়া, পূর্ব লাকসাম ও ধামৈচায় ভোটারদের বিক্ষিপ্ত ভাবে উপর হামলা করা হয়েছে। এ সময় এক বিএনপি নেতার একটি মোটর সাইকেলে অগ্নি সংযোগ করা হয়। হুমকী ধমকি ও হামলার কারণে ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে।

৭ thoughts on “লাকসাম পৌর নির্বাচন দেশীয় অস্ত্রসহ ৮ আলীগ নেতা আটক

Leave a Reply to Hijama DrRejaul Karim Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.