শনিবার পাতিয়ালায় অনুষ্ঠিতব্য মহিলা কাবাডি বিশ্বকাপের ফাইনাল ভারত-পাকিস্তান ম্যাচের আগে লিঙ্গ বিতর্কে উত্তাল হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে পাকিস্তানীরা পুরুষদের মহিলা সাজিয়ে কাবাডি খেলাচ্ছে।
ভারতের এক বাংলা চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, পাতিয়লায় মহিলা কাবাডি বিশ্বকাপে খেলতে আসা পাকিস্তান আর ইংল্যান্ড দল একই হোটেলে উঠেছে। তিন চার দিন পরই হঠাৎ সন্দেহ দানা বাধে ইংল্যান্ড দলের। যাদের সঙ্গে ওরা এক হোটেলে আছে তারা আসলে মেয়ে তো! সন্দেহটা সত্যি হওয়ার প্রমাণও নাকি মেলে। আর তাই ভারতে কাবাডি বিশ্বকাপে খেলতে আসা ইংল্যান্ড দলের অভিযোগ, পাকিস্তানের পুরষরা আসলে মেয়ে সেজে এবারের বিশ্বকাপে খেলতে এসেছে। বিশ্বকাপে পাকিস্তানের মহিলা খেলোয়াড়দের শারীরিক গঠন, খেলার ধরন দেখে নাকি নিশ্চিতও হয়েছে ইংল্যান্ড কাবাডি দল। আর তাই কাবাডি মহিলা বিশ্বকাপে পাক খেলোয়াড়দের লিঙ্গ পরীক্ষার দাবি জানিয়ে আয়োজকদের চিঠিও লেখে ইংল্যান্ড কাবাডি ফেডারেশন।
৮ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে এই চিঠি লেখে ইংল্যান্ড দল। আয়োজকরা অবশ্য এই অভিযোগকে সেভাবে গুরুত্ব দেয়নি। সেই ম্যাচে ইংল্যান্ড হেরে যায় ২৮-৬৯।
প্রসঙ্গত, পাকিস্তানের মেয়েরা চলতি বিশ্বকাপে সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে পাকিস্তান সহজেই হারিয়ে দিয়ে আমেরিকাকে। ফাইনালে পাকিস্তানের মেয়েদের মুখোমুখি ভারত। তার আগে এই লিঙ্গ বিতর্কে সরগরম ক্রীড়ামহল।
পাকিস্তানের মহিলা দলে আসলে পুরুষরা খেলছে, এই কথা পরিষ্কার জানিয়ে এক ব্রিটিশ খেলোয়াড় বলেন, বাবা কি শক্তি ওদের গায়ে! কিছুতেই পারা যাচ্ছে না। দৈহিক গঠনও পুরো পুরুষদের মত। আমি নিশ্চিত ওরা আসলে পুরুষ।
প্রথম মহিলা কাবাডি বিশ্বকাপে খেলতে আসার সাহস দেখানোয় গোটা বিশ্বের সেলাম পায় পাক দল। দেশের কিছু উগ্র ধর্মীয় সংগঠন পাকিস্তানের মহিলা দলকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে নিষেধ করে। কিন্তু সব চোখরাঙানি উপেক্ষা করে ভারতে বিশ্বকাপ খেলতে আসে পাক মহিলা দল। অসাধারণ খেলছেও তাঁরা। কিন্তু এমন অভিযোগের পর তারা কিছুটা ব্যথিত।
Moin Ahmed liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Rajib Das liked this on Facebook.
Choton Kanti Rukon liked this on Facebook.
MadZy Anik MoLlick liked this on Facebook.
Hello! I know this is kinda off topic but I was wondering which blog platform are you using for this website? I’m getting sick and tired of WordPress because I’ve had issues with hackers and I’m looking at alternatives for another platform. I would be fantastic if you could point me in the direction of a good platform.
There is noticeably a bundle to know about this. I assume you made certain nice points in features also.
Magnificent website. Plenty of helpful information here. I’m sending it to some buddies ans also sharing in delicious. And obviously, thank you for your sweat!