জিয়াউর রহমানের কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা

ঢাকা: জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে তিনি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।

সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া জিয়াউর রহমানের কবরে পৌঁছানোর কথা থাকলেও তিনি পৌঁছান বেলা সোয়া ১১টায়। মোনাজাত শেষে তিনি কোনো কথা না বলে চলে যান।

এর আগে সকাল থেকে রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মহানগরসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা।

এছাড়া সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ২০ দলীয় জোটের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহকারে আসেন। ফুল দিয়ে নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, লে. জেনারেল (অব.) মাহবুব‍ুর রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকারের ভেতরে অস্বস্তি বিরাজ করছে। যে কোনো সময় নির্বাচন দিতে পারেন।

আর এ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১১ thoughts on “জিয়াউর রহমানের কবরে খালেদা জিয়ার শ্রদ্ধা

Leave a Reply to Md Rasel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.