৮০০ অভিবাসীবোঝাই ২টি বোট ফিরিয়ে দিলো মালয়েশিয়া

যে কোন কিছু ঘটতে পারে তাদের ভাগ্যে, এমন আতঙ্ক নিয়ে হাজার হাজার বাংলাদেশী ও রোহিঙ্গা মুসলমান অভিবাসী এখন সাগরে ভাসছেন। তাদের সামনে সব রাস্তা বন্ধ। কোন দেশ তাদের আশ্রয় দিচ্ছে না। সর্বশেষ ঘটনায় আজ ৮ শতাধিক বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীবোঝাই ২টি বোটকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ইউএন হাই কমিশন ফর রেফ্যিউজীস (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংগঠন এবং মানবাধিকার কর্মকর্তাদের অনুরোধ সত্ত্বেও, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডও অসহায় এসব পুরুষ, নারী ও শিশুদের আশ্রয় দিতে ইচ্ছুক নয়। মালয়েশিয়ার ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি জানিয়েছেন, আপনি আমাদের কাছে কি ধরনের ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করেন? যারা আমাদের সীমান্তে অনুপ্রবেশ করেছে, তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করে এসেছি। আমরা তাদের সঙ্গে সদয় আচরণ করেছি। কিন্তু, তারা আমাদের সমুদ্র সৈকতে এভাবে দলে দলে আসতে পারে না। তিনি আরও বলেন, আমাদের সঠিক বার্তা পাঠাতে হবে যে, তাদের এখানে স্বাগত জানানো হবে না। এদিকে গ্রেপ্তার এড়াতে বহু আগেই মানব পাচার চক্রের সদস্যরা বোট পরিত্যাগ করেছে। ফলে, নাবিকবিহীন অবস্থায় সমুদ্রে ঘুরপাক খাচ্ছে বোটগুলো। অধিকাংশ ক্ষেত্রেই সামান্য কিছু খাবার ও পানি ছিল বোটগুলোতে। এ পর্যন্ত প্রায় ১,৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ৬,০০০ অভিবাসী এখনও ভাসছেন সমুদ্রে। এদিকে গতকাল রাতে ল্যাঙ্কাওয়ি দ্বীপের কাছে প্রায় ৩০০ অভিবাসীবোঝাই আরও একটি বোটকে ফিরিয়ে দেয়া হয়েছে

৮ thoughts on “৮০০ অভিবাসীবোঝাই ২টি বোট ফিরিয়ে দিলো মালয়েশিয়া

Leave a Reply to Ashik Pria Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.