পুরুষাঙ্গের ভালোমন্দ

শুধু মুসলমান নয়, সব ধর্মের সব পুরুষেরই কেন খতনা করা দরকার, বলতে পারেন? পুরুষাঙ্গের বিশেষ অংশ কিভাবে চিকিৎসায় ভূমিকা রাখছে, বলুন তো? পুরুষদের যৌনাঙ্গ সম্পর্কে মজার কিছু তথ্য তুলে ধরতেই আজকের এই আয়োজন

ব্যাকটেরিয়ার আস্তানা

পুরুষাঙ্গের সামনের দিকে যে ভাঁজ হয়ে থাকা চামড়া, সেখানে অনেক রকমের ব্যাকটেরিয়া বাসা বেঁধে নানা রকমের রোগ বাঁধায়৷ বিজ্ঞানীরা এ পর্যন্ত ৪২ রকমের ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন পুরুষদের খতনা না হওয়া যৌনাঙ্গের ওই এলাকায়৷ তাই শুধু ধর্মের কথা ভেবে নয়, ভালো থাকতে হলেও সব পুরুষেরই উচিত খতনা করা৷

মাত্র ৩০ ভাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এবং ইউএনএইডস বিশ্বের সব পুরুষকে খতনা করার পরামর্শ দিয়েছে৷ সংস্থা দুটি জানিয়েছে, খতনা করলে এইডসের ঝুঁকি কমে৷ বিশ্বে এখন মাত্র ৩০ ভাগ পুরুষ খতনা করে৷ অর্থাৎ ৭০ ভাগ পুরুষই কোনো-না-কোনো কারণে খতনা করেনা৷
[জটিল চিকিসায় পুরুষাঙ্গের চামড়া]
জটিল চিকিসায় পুরুষাঙ্গের চামড়া

মানুষের দেহ আগুনে পুড়ে গেলে পোড়া জায়গা আগের অবস্থায় ফিরিয়ে আনতে আজকাল খতনার পর পুরুষাঙ্গ থেকে কেটে রাখা চামড়া ব্যবহার করা হয়৷ সেল কালচার এবং নানা ধরণের কসমেটিকস তৈরিতেও কাজে লাগানো হয় ওই চামড়া৷

ধূমপান লিঙ্গের জন্যও ক্ষতিকর!

বেশি ধূমপান করলে পুরুষাঙ্গের স্বাভাবিক রক্তপ্রবাহও বিঘ্নিত হয়৷ এর ফলে যৌনকর্মের সময় কিংবা অন্য বিশেষ কিছু মুহূর্তে লিঙ্গের যে প্রসারণ হয়, তা কমে যায়৷ বিজ্ঞানীরা বলছেন, বছরের পর বছর অতিরিক্ত ধূমপান করার কারণে একসময় লিঙ্গের প্রসারণ পুরোপুরিই বন্ধ হয়ে যেতে পারে৷

লিঙ্গ ছোট হয়ে যায়!

যৌনমিলন বা যৌন উত্তেজনা ছাড়া পুরুষাঙ্গ প্রসারিত বা বড় হয়না৷ আর দীর্ঘদিন প্রসারণ না হলে নাকি লিঙ্গের স্থিতিস্থাপকতা কমতে থাকে৷ বিশ্বের সবচেয়ে বড় পুরুষাঙ্গটি কার বলতে পারেন? যুক্তরাষ্ট্রের জোনাহ ফ্যালকন নামের এক ব্যক্তির৷ ৩৪ দশমিক ৩ সেন্টিমিটার দীর্ঘ লিঙ্গ থাকায় অনেক পর্নো ছবিতে অভিনয়ের অফার পেয়েছেন জোনাহ৷ তবে এখনো কোনো অফারেই রাজি হননি৷

ভয় নেই

গড়পড়তা পুরুষ যৌনমিলনের পর আধা চা চামচের পরিমাণ বীর্য বের করে৷ যৌনসক্ষমতা যতদিন থাকে, ততদিন বীর্য নির্গত হবেই৷ কোনো কারণে একটা অণ্ডকোষ কাটা পড়লেও নাকি যৌনমিলনে অসুবিধা হয়না৷ সে অবস্থাতেও নাকি স্বাভাবিকভাবেই বীর্য বের হয়৷

২ thoughts on “পুরুষাঙ্গের ভালোমন্দ

Leave a Reply to Md Redowan Islam Rohid Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.