পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ১৯

ঢাকা: পাকিস্তানে শিয়া অধ্যুষিত এলাকার একটি মসজিদে বোমা ও বন্দুক হামলায়  কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০জন। শুক্রবার জুমার নামাজের সময় পেশওয়ারের হায়াতাবাদের চার নম্বর ফেস এলাকার ইমামিয়া মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

মাত্র দুই সপ্তাহ আগে সিন্ধু প্রদেশের শিকারপুর জেলার একটি শিয়া মসজিদে বোমা হামলায় ৬১ জন নিহত হয়েছিল। তেহরিক-ই-তালেবানের উপদল ‘জুনদুল্লাহ’ ওই হামলার দায় স্বীকার করেছিল।

স্থানীয়রা জানান, হায়তাবাদের ইমামবাড়ায় জুমার নামাজের সময় তারা তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এছাড়া ওই এলাকা থেকে ব্যাপক গোলাগুলির আওয়াজও শোনা গেছে। হায়তাবাদের চার নম্বর ফেস এলাকা থেকে ব্যাপক ধোঁয়াও উঠতে দেখা গেছে।

খাইবার পাখতুনখাওয়ার তথ্যমন্ত্রী মুশতাক ঘানি ইমামবাড়ায় বোমা হামলায় ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীর দল। এ ঘটনার পর হায়তাবাদে নজরদারি বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যন ইমরান খান, জামায়াত ইসলামি নেতা সিরাজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

One thought on “পাকিস্তানে শিয়া মসজিদে বোমা হামলায় নিহত ১৯

Leave a Reply to Md Azizul Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.