‘জনগণ চাইলে বিএনপি-জামায়াত নিষিদ্ধ’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খুনি আখ্যায়িত করে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা একটা খুনি। খুনির কাজ করছেন। উনিতো রাজনীতি করছেন না, দস্যুবৃত্তি করছেন।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সরকারদলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, হাজী মো. সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জনরোষ থেকে বাঁচার জন্য জীবন সুরক্ষা করছেন। তার অপকর্মের ফলে আজ মানুষ ফুঁসে উঠেছে, খেপে গেছে। এদের রাজনীতি করার অধিকার নেই। দেশের মানুষ যদি চায়, জনগণ যদি চায় এমনিতেই তারা নিষিদ্ধ হবে।’

খালেদা জিয়ার সঙ্গে ড. কামাল হোসেন ও মাহমুদুর রাহমানের সাক্ষাৎ প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি ভেবেছিলাম তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষৎ করে এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার জন্য হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান করবেন। কিন্তু তারা সে ব্যাপারে কোনো কথা বললেন না। উনিতো সব সময় হরতালের বিরুদ্ধে বলেন- কিন্তু হরতাল দিয়ে মানুষ খুন করা হচ্ছে এখন উনি কোনো কথা বললেন না।

তিনি বলেন, নাশকতার হুকুমদাতাদেরও খবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৮ thoughts on “‘জনগণ চাইলে বিএনপি-জামায়াত নিষিদ্ধ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *