কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন মঞ্চের ১ দিন শেষ। বিপুল সাড়া

কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন পরিষদ-কুবিবাপ কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে কুষ্টিয়া বিভাগ বাস্তবায়ন মঞ্চের ১ দিন শেষ হলো। সকাল ১১ টা হতে শুরু হয়ে সন্ধায় শেষ হয়েছে সংগঠনের ১ম দিনের কর্মসূচী। প্রথম দিনেই কুষ্টিয়ার গণমানুষের মাঝে ব্যপক সাড়া লক্ষ্য করা গেছে। দেশের চলমান সহিংস পরিস্থিতির কারণে অনেকে আন্দোলনে শরীক না হলেও এ মঞ্চের সফলতা কামনা করেছেন এবং শুশীল সমাজ এটিকে অব্যহতভাবে চালিয়ে যেতে বলেছেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি বিভাগ ঘোষনা করতে যাচ্ছি এমন বক্তব্যের সাথে একাত্ত্বতা ঘোষনা করে কুবিবাপ কুষ্টিয়া জেলা শাখা কুষ্টিয়া বিভাগ চাই মঞ্চ করেছে। মঞ্চটি ধারাবাহিকভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত চলবে এমনটি জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ জিয়া। কুষ্টিয়ার আন্দোলনের পাশাপাশি তার নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাব ঢাকায় কুষ্টিয়া বিভাগ চাই দাবীকে যুগপৎ করে সরকারের দৃষ্টি আকর্ষনের জন্য অবস্থান কর্মসূচী পালন করবেন এমনটি জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।

কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা এবং রাজবাড়ীসহ মোট ৬ টি জেলাকে ভৌগলিক বলয় ও আর্থসামাজিক দিক বিবেচনা করে কুষ্টিয়াকে বিভাগ ঘোষনার দাবীতে বিগত ৫ বছর যাবৎ আন্দোলন অব্যহত রেখেছে সংগঠনটি। সে হিসেবে কুষ্টিয়ার আশে পাশের জেলাসহ রাজধানী ঢাকায় মানববন্ধনসহ লিফলেট, ব্যানার ও পোষ্টারের মাধ্যমে প্রচার অব্যহত রেখেছে সংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়ার সচেতন মহলের আশাবাদ কুষ্টিয়া একদিন বিভাগ হবেই। তাই তারা প্রধানমন্ত্রীর ঘোষনাকে তাদের আশাপুরণের দ্বার হিসেবেই দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *