ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের ইংরেজি নববর্ষ পালন

হেলসিংকি: একটি নতুন বছর, ধর্ম-বর্ণ ও দলমত এবং নতুন সম্ভাবনা ও ঢাক-ঢোল, আতশবাজি আর হৈ-হুল্লোড়ে একে অপরকে ”হুভা উত্তা ভুয়ত্তা” (ফিনিশ ভাষায় শুভ নব বর্ষ) সম্বোধন করে ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা।

থার্টিফার্স্ট উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকেই প্রবাসী বাংলাদেশিরা জমতে শুরু করে ফিনল্যান্ডের হেলসিংকির গোলচত্বরসহ ভিন্ন এলাকায়।

রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মুখরিত হয়ে উঠে হেলসিংকির চত্বর।

লাখো শহীদের রক্তস্নাত গৌরবম-িত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বীর বাঙালি কোনো দিন পরাজয় মানে না। পাশাপাশি বাঙালি আনন্দও করতে জানে। আর তাই ইংরেজি নববর্ষের দিনে ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা সবাই মিলে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে উদযাপন করল নববর্ষের এই দিনটি।

ইংরেজি বছরের প্রথমদিন বলে উদযাপনে ভিনদেশি বৈচিত্র উল্লেখ করে মোকলেসুর রহমান চপল বলেন, রাত পোহালে নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন ভাবনা। আর এই ভাবনাটাকে স্মরণীয় করে রাখতেই বন্ধুরা এক সঙ্গে জড়ো হয়েছি।

এ সময় হেলসিংকিতে বসবাসরত মো. মাইনুল ইসলাম বলেন, নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব আর এই উৎসবে বাঙালি তার দীর্ঘকালের সংস্কৃতি তুলে ধরছে। আর এটাই বাঙালির স্বকীয়তা।

তিনি পুরনো বছরের গ্লাণি, অশুচি দূর করে নতুন বছরে সবাইকে স্বমহিমায় বিকশিত হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *