ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলা, আহত ৩

ঢাকাঃ বেড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সরকার দলীয় সমর্থকদের হামলায় ৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।পাবনা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলা, আহত ৩

বেড়া থানা পুলিশ জানায়, সকাল ১১টার দিকে বেড়া বাজার থেকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি বের করে নেতাকর্মীরা। র‌্যালি প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন ভাঙচুর করে। এ সময় সরকার দলীয় সমর্থকরা তাদের বাধা দিতে গেলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *