সময়টা খুব খারাপ যাচ্ছে। ব্যক্তিগত বিবাদ ভুলে এখন সবার উচিৎ একাতবদ্ধ হওয়া । সাবধান করা এবং সাবধান থাকা। ফেসবুকে গান কবিতা লিখে বিশ্বের বড় বড় দার্শনিকদের কোটেশনপোস্ট করে নিশ্চিন্তে ঘুমাবার সময় এটা নয় । একজনের ভুলের খেসারত দিতে হয় এক বা একাধিক নিরীহ মানুষের। যেসব পরিবারে প্রতিবন্ধি সদস্য আছে তাদের উচিৎ হবে এই মানুষটাকে সবসময় চোখে চোখে রাখা। বৃদ্ধ বাবা মা ভাই বোন সবাইকে নিরাপদে রাখা। অযথা বাইরে না যাওয়া । বিকেলে বাসায় ফিরে এসে ছাদ বাগান করুন। যাদের ছাদ নেই তাঁরা উঠোনে বসে চাঁদের সাথে সব দর্শন শেয়ার করুন। রাতে বাইরে ঘুরাঘুরি করবেন না। বাসাতে অনেকের সাথে থাকুন । একা থাকবেন না। বাসাতে অপরিচিত লোকদের দরজা খুলবেন না। যদি খুলেন সবাই মিলে দরজাতে দাঁড়িয়ে থাকুন । অন্যায়ভাবে কেউ আপনার বাসার কোন সদস্যকে ধরে নিতে আসলে সবাই রুখে দাঁড়ান এবং চিৎকার করে পাড়াপ্রতিবেশীদের জড়ো করুন। প্রতিবেশিদের সাথে সেভাবেই ব্যবস্থা করে রাখুন যাতে একে অন্যকে সাহায্য করতে এগিয়ে আসে। বেশ কিছুদিন ধরে কিছু সংবাদ মন খারাপ করে দিচ্ছে। যেমন একজন নিরীহ মানুষকে ধরে মেরে তাকে জ্বলিয়ে হত্যা করা হয়েছে “ধর্ম সম্পর্কে কটু কথা বলার অপরাধে” (আইন শৃংকঙ্খলারক্ষাকারী বাহিনী এখন ব্যস্ত হাজী সেলিমের টাকা গুনতে…