আপনার শিশুকে চোখের সামনে রাখুন

শিশু সাদিয়ার চিকিৎসার  টাকা সংগ্রহ করার জন্য এবং এই পরিবারকে সাহায্য করার জন্য আমরা এই রিপোর্টটি করেছিলাম

যখন এই রিপোর্টটি আমি লিখেছিলাম তখন প্রতারক বাটপার মির্জা রানাকে আমি চিনতাম না।

পরে জেনেছি বাটপার রানা শিশু সাদিয়ার দাদা (সৎ ভাইয়ের নাতনী)।
আমি প্রতারক মির্জা রানার সাথে যখন ভিডিও কলে কথা বলতাম তখন শিশু সাদিয়াকে প্রতারকের কোলে অনেকবার দেখা গেছে। পরে প্রতারক মির্জা রানার কাছ থেকেই জানতে পারি শিশু সাদিয়া ভারতে গেছিল চিকিৎসার জন্য যখন ভারতে কোভিডের কারণে পথে লাশ পুড়ানো হচ্ছিল। মাবাবা ও শিশু সাদিয়া করোনাতে আক্রান্ত হয়।
শিশু সাদিয়া মৃত্যু বরণ করে।

৪ঠা অক্টোবরের ২০২২  এ আমি জানতে পারি বাটপার মির্জা রানা শুধু প্রতারকই নয় একজন যৌন রোগী পার্ভার্ট। সে একজন
Child Molester ; মৃত্যুর আগে শিশু সাদিয়া তার রানা দাদার হাতে বহুবার molasted হয়।

 

৪ thoughts on “আপনার শিশুকে চোখের সামনে রাখুন

Leave a Reply to 1xbet yeni giriş Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.