আমি নাকি ভুয়া লোক, আমাকে ব্লকড করে দিয়েছে: শিক্ষামন্ত্রী

মেয়ের খুলেদেয়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত একটি ফেইসবুক একাউন্ট ভুয়া মনে করে তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমি নাকি ভুয়া লোক। চিন্তা করে দেখেন, আমাকে ভুয়া বলে ব্লকড করে দিয়েছে। এমন দুই নম্বরী ও জালিয়াতি কি হতে পারে?’

১৩ জুলাই বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনু্ষ্ঠানে তিনি এই তথ্য জানান।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘মোটামুটি সব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার আছে। ৪০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম রয়েছে। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ছেলে-মেয়েরা এসব শিখছে।’

মন্ত্রী নিজের আধুনিক প্রযুক্তি জ্ঞানের ব্যাপারে বলেন, ‘আমি এসব তো কিছু বুঝি না! মোবাইলে কল করা, রিসিভ করা, এসএমএস দেওয়া ও এমএমএস পাওয়া, এটুকু বুঝি। এখন ফেইসবুক বের হয়েছে। তাও সেখানে ঢুকতে পারি না। আমার একটা ফেইসবুক আইডি বানিয়ে দিয়েছিল আমার মেয়ে, সেটা আবার কে একজন ব্লকড করিয়ে দিয়েছে। আমি নাকি ভুয়া লোক। চিন্তা করে দেখেন, আমাকে ভুয়া বলে ব্লকড করে দিয়েছে। এমন দুই নম্বরী ও জালিয়াতি কি হতে পারে?’

তিনি পরে এও বলেন, ‘তবে বন্ধ হয়েছে, ভালো হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্নাতক পাস ও সমমান পযায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ফেইসবুক নিয়ে এমন অভিজ্ঞতার কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *