বাংলাদেশ দলিল লেখক সমিতির জাতীয় কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ কচি কাচার মেলা মিলয়তায়নে বাংলাদেশ দলিল লেখক সমিতির ১২তম জাতীয় কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি সভা সমিতির চেয়ারম্যান আলহাজ্ব সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভা পরিচালনা করেন ঢাকা সদর ও ঢাকা জেলা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক কে, এস, হোসেন টমাস, সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আলহাজ্ব এম,এ্‌ তাহের ।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, বি,এমহামিনুর রহমান,মোস্তাফিজুর রহমান মল্লিক, রফিকুল ইসলাম সরকার, নুরুল হক মিয়া, আজিজুল ইসলাম, হাবিবুর রহমান খোকন, বাবু সুব্রত কুমার দাস, প্রমুখ।

সভায় সমিতির মহাসচিব এম,এ, রশিদ নিম্নের ৭ দফা দাবী তুলে ধরেন –
১/ দলিল রেজিস্ট্রেশন পদ্বতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২/ মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুত দলিল প্রতি সম্মানী ভাতা নুন্যতম ৪,০০০(চার হাজার ) টাকা বাস্তবায়ন করতে হবে ।
৩/ লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যাতিত অন্য কেহ দলিল লিখতে ও মুসাবিদা করতে পারবে না, এই মর্মে প্রজ্জাপন জারী করতে হবে।
৪/ দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যাতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না, এই মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে ।
৫/ থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মান করতে হবে।
৬/ যেহেতু পক্ষগনের সরবরাকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকগনকে পেশাগত কারনে দলিল লেখা/মুসাবিধা কারক হিসাবে আসামী করে যাবে না, এই মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে ।
৭/ দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে ।

এবং অবিলম্বে সরকারকে ৭ দফা দাবী বাস্তবায়নের আহবান জানান ।

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *