মুন্সিগঞ্জ জেলা জেড ফো্সের উদ্যোগে আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার এর আশু রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাতে অংশগ্রহন করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সভাপতি আবদুল হাই, সহ সভাপতি জনাব বক্কর মল্লিক, সদর উপজেলা সভাপতি জনাব মহিউদদিন , সাধারন সম্পাদক মাহাবুব খান, মুন্সিগঞ্জ জেলা যুবদল যুগ্ন সম্পাদক নিজাম উদদিন পনচসার ইউনিয়ন যুবদল সভাপতি আবুল হোসেন সাধারন সম্পাদক মনিরুজজামান (নয়ন) , মুন্সিগঞ্জ জেলা জেড ফোস্ সভাপতি হাজি সজল সদর উপজেলা সভাপতি তুহিন সাধারন সম্পাদক অনিক এবং পনচসার ইউনিয়ন সভাপতি বিপ্লব সাধারন সম্পাদক সাগর ও অন্যান্য কমী্ বৃন্দ।
জিখান/প্রবাসনিউজ২৪.কম