বিশ্বের কুখ্যাত ১০ সন্ত্রাসীর তালিকায় মোদি!

ঢাকা : দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেনদের পাশাপাশি বিশ্বের কুখ্যাত অপরাধীর তালিকায় উঠে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নাকি পৃথিবীর শীর্ষ ১০ অপরাধীর মধ্যে একজন! এমনই চাঞ্চল্যকর তথ্য মিলছিল গুগল সার্চে।

এ ঘটনায় গুগল ও কোম্পানির সিইওর বিরুদ্ধে এলাহাবাদ জেলা আদালতে একটি মামলাও দায়ের করা হয়। এরপরই গুগলকে একটি নোটিশ পাঠায় এলাহাবাদ জেলা আদালত।

সুশীল কুমার সিন্ধে নামে এক আইনজীবী গতকাল মামলাটি দায়ের করেন। কিন্তু প্রথমে তার মামলাটিকে খারিজ করে দেন আদালত। নিম্ন আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আবার আদালতের দ্বারস্থ হন তিনি। সেখানেই তার মামলাটি গৃহীত হয়। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ৩১ অগাস্ট। পাশাপাশি গুগলকে নোটিশও দেয়া হয়।

ওই আইনজীবী জানিয়েছেন, অপরাধীদের তালিকা থেকে মোদিকে সরানোর জন্য গুগলের কাছে আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিশ্বখ্যাত ওই প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো উত্তরও পাননি। তারপরই মামলা করার সিদ্ধান্ত নেন।

এদিকে গতবছর, বিষয়টি সামনে আসার পরপরই শুরু হয় বিতর্ক। তারপর এ বিষয়ে ক্ষমা চায় গুগল। কিন্তু সেই তালিকা থেকে নাম সরায়নি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *