যৌন কেলেঙ্কারির অন্ধকার কাটিয়ে আলোতে শ্বেতা

imageযৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালে গ্রেপ্তার হয়েছিলেন ‘মকড়ি’-খ্যাত বলিউড অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। কিন্তু প্রথম থেকেই সেই অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি। পরে এই মামলায় ভারতের হায়দরাবাদ আদালত থেকে ক্লিনচিটও পেয়ে যান শ্বেতা। অবশেষে অন্ধকার সেই অধ্যায় অনেকটা পিছনে ফেলেছেন তিনি। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’ নামের একটি শর্ট ফিল্ম। যেখানে নাসিরুদ্দিন শাহ এবং শেরনাজ পটেলের সঙ্গে অভিনয় করেছেন ২৬ বছরের শ্বেতা। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছে শর্ট ফিল্ম। তবে শুধু অভিনয়ই নয়, এই ছবিতে সহ-প্রযোজনাও করেছেন শ্বেতা। ২০০২ সালে ‘মকড়ি’ এবং ২০০৫ সালে ‘ইকবাল’-এ দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছিলেন তিনি। ২০০৬ সালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সমীর চন্দের ‘এক নদীর গল্প: টেল অফ এ রিভার’-এ শিশু চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু ২০১৪ সালে হঠাৎই দেহ ব্যবসার সঙ্গে নাম জড়িয়ে যাওয়ায় লাইম লাইট থেকে সরে গিয়েছিলেন শ্বেতা। আত্মবিশ্বাস আর প্রতিভায় ভর করে ফের ফিরে এলেন খ্যাতির আলোকবৃত্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *