জায়গা নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মেরে রক্তাক্ত

চট্টগ্রাম: জায়গা নিয়ে বিরোধের জেরে নগরীর ডবলমুরিং থানার আবিদার পাড়া এলাকায় ফারজানা কুলসুমা (৩০) নামে এক গৃহবধূর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।  ব্যাপক মারধরের ফলে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূর উপর এ হামলার ঘটনা ঘটেছে।

ফারজানা কুলসুমা প্রবাসী খালেদ মোহাম্মদ আজাদের স্ত্রী।  ফারজানা নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে পদ্মা হাউজে বাবার বাসায় থাকেন।  তার বাবা মোফাজ্জল এ রহমান ‍অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।

ফারজানা  জানান, তার বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তেমন চলাফেরা করতে পারেন না।  তার মা ক্যান্সার আক্রান্ত।  স্বামী ও একমাত্র ভাই বিদেশে থাকেন।

নগরীর আবিদার পাড়া এলাকায় তার বাবার কেনা একটি জায়গা আছে।  সেখান ছোট ছোট কয়েকটি ঘর তুলে ভাড়া দেয়া হয়েছে।  বৃহস্পতিবার সকালে ফারজানা সেখানে বিদ্যুতের বিলের টাকা আনতে যান।

ফারজানা বলেন, আমি যাবার পর প্রতিবেশি সৈয়দ আবু সিদ্দিক ও তার স্ত্রী মিলে আমার মাটিতে শুইয়ে বেধড়ক পেটাতে থাকে।  ইট দিয়েও আমার মাথায় আঘাত করা হয়।  আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আমাকে তাদের হাত থেকে উদ্ধার করে।

কি কারণে হামলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা আবু সিদ্দিকের মামার কাছ থেকে জায়গা কিনেছেন।  এর সঙ্গে লাগানো আছে সিদ্দিকের মায়ের সম্পত্তি।  সেখানে তারা বসবাস করেন।  তারা আমার বাবার কেনা জায়গাও দখলে নিতে চাচ্ছেন।  এর আগেও কয়েকবার তারা আমার উপর হামলা করেছে।

সিদ্দিক সবসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক নেতার নাম ভাঙিয়ে তাদের ওই জায়গার দখল ছেড়ে দেয়ার জন্য ভয়ভীতি দেখিয়ে আসছে বলে অভিযোগ করেন ফারজানা।

হামলার পর প্রথমে ফারজানা সরাসরি ডবলমুরিং থানায় যান।  ডবলমুরিং থানা থেকে রক্তাক্ত ফারজানাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম  বলেন, আহত ফারজানাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  তার হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে।  মাথায়ও আঘাত করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি বশির আহম্মেদ খান  বলেন, একজন প্রবাসীর স্ত্রীর উপর হামলা হয়েছে বলে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি।  তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।  এ ব্যাপারে মামলা দায়ের হবে।

৯ thoughts on “জায়গা নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মেরে রক্তাক্ত

Leave a Reply to Atikur Rahaman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.