মাওলানা মতিউর রহমান নিজামীর জন্ম ১৯৪৩ সালের ৩১ মার্চ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মনমতপুর গ্রামে। তাঁর পিতা মরহুম লুৎফর রহমান খান একজন খোদাভীরু লোক ছিলেন। মেধার অধিকারী জনাব নিজামীর নিজগ্রামের প্রাইমারি স্কুল দিয়ে লেখাপড়ার সূচনা হয়ে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
স্থানীয় বোয়ালমারি মাদ্রাসায় ১৯৫৯ সালে আলিম পরীক্ষায় ১ম বিভাগে সমগ্র বোর্ডে ষোলতম এবং ১৯৬৩ সালে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় ফেকাহ শাস্ত্রে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান ও ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন।
মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় নিজামী ১৯৬১ সালে জামায়াতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সঙ্গে যুক্ত হন। ১৯৬৬ থেকে তিন বছর পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালনের পর একাত্তরের সেপ্টেম্বর পর্যন্ত নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন নিজামী।
জনাব নিজামী ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত জামাতের ঢাকা মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন মতিউর রহমান নিজামী। এরপর ১৯৮৩ সালে পদোন্নতি পেয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হন। ১৯৮৮ সাল পর্যন্ত ওই পদে থেকে দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান নিজামী। গোলাম আযম আমিরের পদ থেকে অবসরে গেলে ২০০০ সাল থেকে নিজামীর নেতৃত্বেই পরিচালিত হয় জামায়াতে ইসলামী। বর্তমানেও তিনি এই দায়িত্বে রয়েছেন।
জনাব নিজামী পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে দু’বার সংসদ সংসদ নির্বাচিত হন। ২০০১ সালে জোট সরকার গঠন করলে প্রথমে দুই বছর কৃষি মন্ত্রীর দায়িত্বে থেকে সরকারের পরের তিন বছর ছিলেন শিল্পমন্ত্রীর দায়িত্বে। এছাড়াও তিনি সংসদীয় দলনেতা ছাড়াও ৪টি পার্লামেন্টারি কমিটির সদস্য ছিলেন
Aysha Khaled liked this on Facebook.
Jannatul Ferdaous Hanna liked this on Facebook.
Atikur Rahaman liked this on Facebook.
Abu Sayem liked this on Facebook.
Masud BD liked this on Facebook.