যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে অটল ট্রাম্প, ব্যতিক্রম সাদিক খানের ক্ষেত্রে

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাবে অনড় অবস্থানে আছেন রিপাবিলাকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। নতুন করে দেয়া তার বক্তব্যে এমনটাই উঠে এসেছে। তবে তিনি লন্ডনে নির্বাচিত প্রথম মুসলিম মেয়র সাদিক খানের বেলায় ব্যতিক্রম দেখাবেন বলে মন্তব্য করেছেন। অনলাইন বিবিসি বলেছে, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার যে প্রস্তাব ট্রাম্প দিয়েছেন সেক্ষেত্রে সাদিক খান হবেন ‘ব্যতিক্রম’। নিজের ধর্মীয় বিশ্বাসের কারণে সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি যুক্তরাষ্ট্র সফর করতে পারবেন না। তার বক্তব্যের জবাবে বিলিয়নিয়ার এস্টেট ব্যবসায়ী ট্রাম্প বলেন, সব সময়ই এক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। এর অর্থ হলো তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখবেন। গত বছর প্যারিসে সন্ত্রাসী হামলার পর তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তাব করেন। তা নিয়ে সারাবিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমনকি বৃটিশ পার্লামেন্টে এর বিরুদ্ধে উত্তপ্ত বিতর্ক হয়। দাবি তোলা হয় ডোনাল্ড ট্রাম্পকে বৃটেনে নিষিদ্ধ করার। এ ছাড়া মুসলিম বিশ্বে তো প্রতিবাদ হয়েছেই। ডোনাল্ড ট্রাম্পের ওই বক্তব্যের তীব্র সমালোচনা হয়েছে যুক্তরাষ্ট্রেও। কিন্তু নিজের অবস্থানে অটুট আছেন ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। ওদিকে সাদিক খান লন্ডনে মেয়র নির্বাচিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন। প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, যদি তিনি (সাদিক খান) ভাল কাজ করেন, খোলামনে বলছি যদি তিনি চমৎকার কাজ করেন তাহলে তা হবে ভয়াবহ (টেরিফিক) জিনিস। উল্লেখ্য, সাদিক খান পাকিস্তানি এক অভিবাসীর ছেলে। তিনি কনজার্ভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করে লন্ডনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। এরপর তিনি টাইম ম্যাগাজিনকে বলেন, আমি আমেরিকা যেতে চাই। সেখানকার মেয়রদের সঙ্গে যোগাযোগ করতে চাই। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে আমার ধর্মীয় বিশ্বাসের কারণে আমাকে যুক্তরাষ্ট্রে যাওয়া থামিয়ে দেয়া হবে।

২ thoughts on “যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার পক্ষে অটল ট্রাম্প, ব্যতিক্রম সাদিক খানের ক্ষেত্রে

Leave a Reply to Saif Rahaman Torun Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.