প্রতারণা চক্র – ৭

প্রতারক – আনোয়ারুল হক ( ফেসবুকে মাসুম পাগলা নামে পরিচিত)।
প্রতারকের পিতা – খলিলুর রহমান।
প্রতারকের ঠিকানাঃ
গ্রামঃ পোস্ট অফিস – আজিজ নগর।
উপজেলা – লামা
জেলা – বান্দরবন ।
প্রতারণার স্থান  – ঢাকা, বাংলাদেশ।
প্রতারণার মাধ্যম – ফেসবুক।
প্রতারণার কৌশল – প্রেম।

প্রতারক মাসুম পাগলাও প্রতারক আনোয়ার পারভেজের মত টাকা মারার জন্য প্রেমকে কৌশল হিসাবে ব্যবহার করেছে। প্রতারক আনোয়ার পারভেজ হলো ইউছুপেরখীল গ্রামের ছেলে আর প্রতারক আনোয়ারুক হল ওরফে মাসুম পাগলা হলো আজিজ নগর গ্রামের ছেলে। গ্রামের ছেলেরা শহরে আসে অনেক আশা নিয়ে। অতীতে গ্রামের মেধাবী ছেলেরা শহরে এসে বড় লোক বাপের মেয়েকে পড়াতে প্রথমে লজিং মাস্টার হিসাবে থাকতো তারপর বড় লোক বাপের মেয়েকে প্রেমের জালে ফেলে বিয়া করে ঘর জামাই হিসাবে থাকতো । তারা মেধাবী ছিল তাই শশুরেরা আপত্তি করেনি। কিন্তু গ্রামের ছিঁচকে চোর বা বাটপারের ছেলেরা কি করবে? তাদের না আছে মেধা না আছে লজিং থাকার মত বিদ্যা তাই তারা পেয়েছে ফ্রি ফেসবুক একাউন্ট। ফ্রি ফেসবুক একাউন্ট খুলে এরা খুঁজে বেড়ায় একাকী নিঃসঙ্গ মহিলা। যার টাকা আছে কিন্তু ভালবাসা নাই। অতীতে অন্য কারু কাছে ঘা খেয়েছে। ফেসবুকের স্টাটাসে স্পস্ট প্রতীয়মান হয় তাদের একাকীত্ব, হতাশা, ভালবাসা পাবার আকুতি। গ্রামের ছিচকে চোর বাটপারের ছেলেরা ওঁত পেতে বসে থাকে ফাঁদ পেতে। টোপ ফ্যালে । ফালবাসার কথা বলে আর ধীরে ধীরে নিঃশঙ্গ মহিলার হৃদয় খুঁড়ে জাগা করে নেয়। প্রথমে মনের দুয়ারে তারপর ধীরে ধীরে ঘরের দুয়ারে এসে বিছানাতে গা এলিয়ে দেয়। তারপর শুরু হয় ব্রেইন ওয়াশ আর ম্যানিব্যাগ ক্লিয়ারিং এর কাজ। মহিলাকে সাড়া জীবণের সাথী বানিয়ে সাড়া জীবন দেখার আশ্বাস দিয়ে পেছনে ফেলে আসা অতীতের সব অভাব, অভিযোগ, আশা, আকাঙ্ক্ষা পূরন করতে থাকে ধীরে ধীরে। মনের মত সাথী খুঁজে নেয়, টাকা, গাড়ী সব নিয়ে সাথীকে নিয়ে বেড়িয়ে বেড়াই ঢাকা শহরে। সাথীর নাম আফিয়া আনজুম হেমা।

এটাই একটা ফুল টাইম জব। প্রতারণা একটা চাকুরী। একজনকে ভালবাসার কথা বলে তার থেকে বেতন নিয়ে তাই দিয়ে অন্য একজনের সাথে ঘুরে বেড়ানো ভালবাসার কথা বলা আর স্বপ্ন দেখা আর স্বপ্ন দেখানো । জীবন কত সুন্দর। প্রতারণা আসলেই একটা আর্ট।  মিথ্যার ফুলঝুরি। ভালবাসি। জান, তুমি খেয়ছো? না খেয়ে থেকোনা কিন্তু। অনেক ভালবাসি জান তোমাকে। তোমাকে ছাড়া আর বাচবোনা। তোমার ফোন না পেয়ে আমি হাসপাতালে পৌছে গেছিলাম আমার ব্লাড প্রেসার উঠে গেছিলো আকাশে । জান কিছু টাকা দাও। তোমার সব টাকা আমি পরিশোধ করে দেবো। জান, তোমার টাকা আমার টাকা একই কথা তাইনা। এখন তো আমার নেই। যখন আমি কাজ করবো তখন তোমার আদোর যত্ন, ঋন পরিশোধ করে দেবো, এখন তোমার টাকা চুরি করে আমার জীবনে আধুরা স্বপ্নগুলো পরিপূর্ন করি। প্রতারক আনোয়ারুল হক ওরফে মাসুম পাগলা ঢাকার একজন মহিলার সাথে ফেসবুকে পরিচিত হয়। এই মহিলার সাথে প্রেমের অভিনয় করে। এই মহিলার বাসাতে বসবাস করা শুরু করে। এই মহিলার কাছ থেকে প্রতিমাসে টাকা নিয়ে দেশে মাবাবাকে টাকা পাঠায় বিকাশের মাধ্যমে যা এই মহিলার ড্রাইভার দেখে ফ্যালে। নামায পড়তে যাবার নাম করে এই মহিলার গাড়ী নিয়ে বেড়িয়ে যায় অন্য আর একটি মেয়েকে নিয়ে আর এইসব কিছুই এই প্রতারণার শিকার মহিলার ড্রাইভার দেখে ফ্যালে এবং রিপোর্ট করে।

প্রতারণা চাকুরীর দায়িত্ব হলো মিথ্যা ভালবাসার অভিনয় করা, তারপর মিথ্যা কথা বলে টাকা নিয়ে জীবণের না পাওয়া স্বপ্ন গুলো পূরণ করা। তারপর চুরি ধরা পড়লে গালিগালাজ বদনাম করে সম্পর্ক ত্যাগ করা।  এই মহিলার সাথে প্রতারক আনোয়ারুল হকের সম্পর্ক ছিল তিন বছর। তিন বছরে প্রায় দেড় লাখ টাকা প্রতারক মেরে দেয়।

প্রতারক আনুয়ারুল হক ওরফে মাসুম পাগলা এখন এই মহিলাকে সব কিছু ফাঁস করে দেবার হুমকী দিচ্ছে।
masum1 masum2 masum3 masum4 masum5

১৪ thoughts on “প্রতারণা চক্র – ৭

  1. My programmer is trying to persuade me to move to .net from PHP. I have always disliked the idea because of the costs. But he’s tryiong none the less. I’ve been using Movable-type on numerous websites for about a year and am worried about switching to another platform. I have heard good things about blogengine.net. Is there a way I can transfer all my wordpress posts into it? Any help would be greatly appreciated!

  2. Thank you for sharing excellent informations. Your web site is very cool. I am impressed by the details that you’ve on this website. It reveals how nicely you understand this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found simply the information I already searched all over the place and simply couldn’t come across. What a perfect web-site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.