কার্যালয়ের ভাঙ্গচুর আর জিয়ার মনোম্যান্ট ভাঙ্গার জন্য আকরামের বিচার চাই : রয়েল

ঢাকা:বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়ে ছাত্রদলের দপ্তর পুড়িয়ে দেয়া এবং শহীদ জিয়ার মনোম্যান্ট ভাঙ্গার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে দায়ী করলেন সংগঠনটিরই সহ সভাপতি রাকিবুল ইসলাম রয়েল। বিদ্রোহী নেতা হিসাবে খ্যাতিপ্রাপ্ত এ নেতা একান্ত সাক্ষাতকারে অভিযোগ করেন এই আকরাম কার্যালয় ভাঙ্গচুরে অভিযোগে এক সময় দল থেকে বহিস্কার হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল। বর্তমান কমিটি যখন আংশিক ঘোষণা দেয় তখনও সে তার নিজের লোক দিয়ে জিয়ার মনোম্যান্ট ভেঙ্গে বিদ্রোহীদের উপর দায় চাপানোর চেষ্ঠা করে যা পরে নানা গণমাধ্যমে প্রকাশ পায় বলে তখন তার পরিকল্পনা ভেস্তে যায়। এবারও একই ভাবে সেই আকরামই অগুন দিয়ে ছাত্রদলের দপ্তর পুড়িয়ে দেয়া এবং শহীদ জিয়ার মনোম্যান্ট ভাঙ্গাছে যেন কমিটি নিয়ে তার বাণিজ্য, নানা অনিয়ম নিয়ে চলা বিক্ষোভকে ভিন্ন খাতে পরিচালিত করতে পারে। এসব ঘটনার জন্য তার বিচার হওয়া জরুরি। রাকিবুল ইসলাম রয়েল আগুন দিয়ে ছাত্রদলের দপ্তর পুড়িয়ে দেয়া এবং শহীদ জিয়ার মনোম্যান্ট ভাঙ্গার জন্য আকরামের বিচার দাবি করে বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের হস্তক্ষেপ চান।

৮ thoughts on “কার্যালয়ের ভাঙ্গচুর আর জিয়ার মনোম্যান্ট ভাঙ্গার জন্য আকরামের বিচার চাই : রয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *