ঢাকা : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল আহসা প্রদেশের একটি মসজিদে শুক্রবারের জুম্মার নামাজের সময় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৭ জন । স্থানীয়রা জানিয়েছে, হামলায় জড়িত পাঁচ জন সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলি হয়েছে পুলিশের। সন্ত্রাসীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
দেশটির আল আরাবিয়া পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টারস এ সংবাদ জানিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাৎক্ষনিক ভাবে এই হামলায় জড়িতদের চিহ্নিত করা যায় নি বলে জানিয়েছে পুলিশ।
গত বছর আইএস দুইটি মসজিদে বোমা হামলা করার পর সৌদির পূর্বাঞ্চলে আগে থেকেই সতর্কতা বিরাজ করছিল। গত বছরের আগস্ট মাসে দক্ষিণ-পশ্চিম সৌদির একটি মসজিদে হামলার পর ১৫ জন নিহত হন। মে মাসে একজন আত্মঘাতী বোমারু পূর্বাঞ্চলের আল-কাদেহ গ্রামের আরেকটি মসজিদে হামলা করলে ২১ জন নিহত হন।
Md Shah Alam liked this on Facebook.
F M Alamin Biplob liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Anwarul Hassan liked this on Facebook.
Kobir Hossain liked this on Facebook.
Shamim Hassan liked this on Facebook.
Adibul Haque Al-amin liked this on Facebook.