ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের মৃত্যুদণ্ড চায় হিন্দু পরিষদ

নিউজ ডেস্ক: ভারতের বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইন পরিবর্তনের দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাঁর মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নেরও দাবি করেছে সংগঠনটি।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাদিয়া এসব দাবি করেন।

তোগাদিয়া বলেন, বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশ ঠেকাতে দ্রুত মৃত্যুদণ্ডের আইনের বিষয়ে সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ছাড়া অবিলম্বে অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করতে হবে, যাতে করে ভারতকে হিন্দুদের জন্য একটি উন্নত, নিরাপদ এবং সম্মানিত দেশ হিসেবে গড়ে তোলা যায়।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, প্রবীণ তোগাদিয়া আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব দ্রুত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন।

এ ছাড়া বাংলাদেশ ও পাকিস্তান থেকে কোনো হিন্দু ভারতে প্রবেশ করলে তাঁদের শরণার্থী হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা। যত দ্রুত সম্ভব তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়ারও দাবি জানান তিনি।

One thought on “ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের মৃত্যুদণ্ড চায় হিন্দু পরিষদ

Leave a Reply to Adibul Haque Al-amin Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.