বিনামূল্যে আইনের সহযোগীতা – অন্তহীন হিপোক্রেসী

বাংলাদেশ প্রতিদিন নতুন চমক সৃষ্টি করে। বিরোধীদলের নেতা গ্রেফতার, ভুয়া মামলা, রিমান্ড, জেল,  হত্যা, নারী ও শিশুর উপরে নির্যাতণের খবর পড়তে পড়তে যখন মানুষ দিশাহারা তখনই বাংলাদেশের স্বনির্বাচিত সরকার একটি নতুন হিপোক্রেসী নিয়ে এসেছে তার নাম হলো — “বাংলাদেশ সরকারের বিনা মূল্যে আইনগত সহায়তা কার্যক্রম

বিজ্ঞাপণে লেখা আছেঃ
আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন কারাগারে আটক আছে? (বিশদলের নেতাকর্মীদের কাছে এই প্রশ্নের জবাব আছে। প্রশ্ন হলো ঃ কতজন দরকার?)
আপনার আশে পাশের নিঃস্ব, অসহায়, নির্যাতিত, নারী, পুরুষ ও শিশু বা কারাবন্দী, কেউ কি আইনের সাহায্য চায়?
(অবশ্যই কল্যানপুরের বস্তির মানুষদেরকে এই শীতের মধ্য তাদের বস্তি থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের আইনের সাহায্য লাগবে আর লাগবে শীতের মধ্য থাকার জাগা ও শীত বস্ত্র। যারা তাদের উচ্ছেদ করেছে তাদের বিরুদ্ধে আইনের সাহায্য লাগবে। আবার প্রশ্ন করতে হলোঃ কতজন মানুষ লাগবে? তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা থেকেই ছেলেরা উধাও হয়ে গেছে, নির্যাতিত হয়েছে, তাদের আইনের সাহায্য লাগবে)
বিচারপ্রার্থী দরিদ্র নারী, পুরুষ সকলের জন্য রয়েছে বাংলাদেশ সরকারের বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম।

বিচারপ্রার্থী যারা তাদের মাথার উপর থেকে সেদিন ছাদ ছিনিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের অন্য একটি কার্যক্রমের দ্বারা এবং তাদের কাছে ফেসবুক বা ইন্টারনেট নাই তাই এই হিপোক্রেসীর এই শুভ সংবাদটি তাদের কাছে পৌছে দেবার কোন উপায় নাই।  এখন তারা খোলা আকাশের নিচে। ভারতের বিএসএফ প্রতিদিন বাংলাদেশের সীমান্তে এসে নির্যাতন করছে বাংলাদেশে নাগরিকদের উপরে। ভারতের বিএসএফ এর বিরুদ্ধে তারাও মামলা করতে চায়।

আশা করছি এই হিপোক্রেটিক সংস্থাটি নোবেল পুরস্কার পাবে।
এরা সবাই আপনাদের সাহায্য চায়ঃ
madrasa1madrasa2কক1

৫ thoughts on “বিনামূল্যে আইনের সহযোগীতা – অন্তহীন হিপোক্রেসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *