ঢাকায় নিজ নিজ দেশের দূতের দায়িত্ব পালন শুরু করেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে তারা দুজন আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। উভয় হাইকমিশনারই বাংলাদেশের সঙ্গে নিজ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার আশা প্রকাশ করেছেন। হর্ষবর্ধন শ্রিংলা সাবেক ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং এলিসন ব্লেক সাবেক ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের পরিবর্তে নতুন দায়িত্বে এসেছেন। পঙ্কজ শরণ এখন রাশিয়ায় নতুন দায়িত্বে এবং রবার্ট গিবসন অবসরে গেছেন। বঙ্গভবন সূত্র জানায়, গতকাল দুপুরে বঙ্গভবনে যান নতুন ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। তিনি কূটনৈতিক পদ্ধতি অনুসারে বাংলাদেশে রানী এলিজাবেথ ও ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে নিজের পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতি তার সঙ্গে কিছু সময় কথা বলেন। পরে বিকালে বঙ্গভবনে যান নতুন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনিও ভারতীয় সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতি দুই দেশের সম্পর্কের বিষয়ে কথা বলেন। দুই হাইকমিশনারই বঙ্গভবনে পৌঁছানোর পর আলাদা আলাদা ভাবে তাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, নতুন হাইকমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী দেশটির সর্বাত্মক সহযোগিতার জন্য ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পালনের সময় রাষ্ট্রপতির সহযোগতাি চেয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা প্রশংসনীয়। দুই দেশের সম্পর্ক সম্প্রসারণে এখন ভালো সময়। দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে তার সরকার অগ্রাধিকার দেবে। ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে ‘লেটার অব ক্রেডেন্স’ হস্তান্তরের সময় হাইকমিশনার হর্ষবর্ধন ভারতীয় জনগণ ও প্রেসিডেন্ট প্রণব মুখার্জির উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক ক্রেডেনশিয়াল হস্তান্তরের পর দুই দফায় টুইট করে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এতে ব্রিটিশ হাইকমিশনার বলেছেন, ‘বাংলাদেশে রানী এলিজাবেথ ও ব্রিটিশ সরকারের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। বাংলাদেশ ও ব্রিটেনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’ আজ বুধবার সকালে ব্রিটিশ হাইকমিশনার তার মেয়াদের প্রথম সংবাদ সম্মেলন করবেন বলেও জানা গেছে।
Related Posts
খালেদা জিয়ার কঠোর নির্দেশনায় আতঙ্কে সুবিধাবাদি বিএনপি নেতারা
- Ayesha Meher
- সেপ্টেম্বর ২, ২০১৫
- 0 min read
বিএনপিতে ত্যাগী ও রাজপথে পরীক্ষিতদের বাদ দিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ দীর্ঘদিনের। এজন্য দলটি আন্দােলন…
রোববার থেকে আবারো ৭২ ঘণ্টার হরতাল
- Ayesha Meher
- মার্চ ১৪, ২০১৫
- 1 min read
ঢাকা: আগামীকাল রোববার থেকে আবারো ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপির…
সরকারকে ৭ দিনের আল্টিমেটাম নাগরিক ঐক্যের
- Ayesha Meher
- জানুয়ারি ১৯, ২০১৫
- 1 min read
ঢাকা: চলমান সংকট নিরসনে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।…
Moin Ahmed liked this on Facebook.
Manik Shahadat liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Md Rabbil Hossain liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.