আ.লীগ সরকার মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন করেছে

আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে দাবি করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘শুধু মুক্তিযোদ্ধা নয়, তাদের পরিবারও বংশানুক্রমিকভাবে মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ-সুবিধা ভোগ করবে এই আইন পাশ করা হয়েছে। আজকে একজন মুক্তিযোদ্ধা যে ভাতা পাচ্ছেন সেই ভাতা তার অবর্তমানে তার ছেলে ও বংশে অন্যরা ভোগ করতে পারবেন। এমনিভাবে শুধু ভাতা নয়, সকল সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করতে পারবে।’

শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের কল্যাণে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং দুঃস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযোদ্ধার সন্তান হলেই যে চাকরি পাওয়া যাবে এমন নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাশ করে যোগ্যতার ভিত্তিতে কোটা অনুসারে তাদের চাকরি পেতে হবে।’

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রকিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, পৌর মেয়র আফজাল হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ এমএ বায়েজিদ।

২ thoughts on “আ.লীগ সরকার মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন করেছে

Leave a Reply to Moin Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.