কক্সবাজার-টেকনাফ সড়কে ৩ ঘণ্টা অবরোধ

কক্সবাজার: সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তি পোহাতে হয় পর্যটকসহ সাধারণ মানুষদের।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির সদর পাড়ায় সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, লিংকরোড এলাকায় কুদরত উল্লাহ নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছে। এর ধারাবাহিকতায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির সদর পাড়ার একটি খেলার মাঠ দখলকে কেন্দ্র করে বুধবার রাতে এলাকার কয়েকজন লোককে মারধর করে তরা। এ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা থাকলেও অপকর্ম করে বেড়াচ্ছে তারা।

এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কক্সবাজার-টেকনাফ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তি পোহাতে হয় পর্যটকসহ সাধারণ মানুষদের।

পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলীর নেতৃত্বে রামু ও কক্সবাজার সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী জানান, দুপুর ১২টায় সড়ক অবরোধ তুলে নেয়া হয়। এলাকাবাসীর সঙ্গে আলোচনা হয়েছে। তারা জানিয়েছে, কিছু লোক খেলার মাঠ দখলের অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

৪ thoughts on “কক্সবাজার-টেকনাফ সড়কে ৩ ঘণ্টা অবরোধ

Leave a Reply to Moin Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.