পশ্চিমবঙ্গ দ্বিখণ্ডিত করে ‘পশ্চিম বাংলাদেশ’ গঠনের ‘ষড়যন্ত্র’ চলছে বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ। মালদার কালিয়াচকে হওয়া সহিংসতা নিয়ে মন্তব্য করতে গিয়ে এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার দ্য স্টেটসম্যান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দিলিপ ঘোষ গতকাল সোমবার পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলে তিন দিনের সফর শুরু করেছেন। এরই অংশ হিসেবে আজ শিলিগুড়িতে এক জনসভায় এ কথা বলেন তিনি।
দিলিপ ঘোষ বলেন, ‘জাতীয়তাবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। ১৯৪৬ ও ১৯৪৭ সালে দেশ ভাগের ষড়যন্ত্র হয়েছিল। এখন পশ্চিমবঙ্গ ভেঙে পশ্চিম বাংলাদেশ করার জন্য একই ধরনের কৌশল চলছে। তৃণমূল কংগ্রেস মৌলবাদীদের উৎসাহ দিচ্ছে।’
শিলিগুড়িতে বিজেপির শ্রমিক দলের সমর্থকদের উদ্দেশে দিলিপ বলেন, তাঁর দল চা শ্রমিকদের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। শ্রমিকদের সব বিষয়ে খেয়াল রাখেন মন্ত্রীরা।
MD Uzzol Baruniya liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.