খালেদার বাসভবনের আগেই আ.লীগের মিছিল আটকে দিয়েছে পুলিশ

imageবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন অভিমুখে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলটি আটকে দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বাসভবনের আগে গুলশান-২ মোড়ে বিক্ষোভ মিছিলটি আটকে দেওয়া হয়। এরপর নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে এই মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন।
পূর্বঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে আজ (মঙ্গলবার) সকাল থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ও এর আশপাশের রাস্তায় পুলিশ অবস্থান নিয়েছে।
এর আগে গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে ক্ষমতাসীনরা খালেদার বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।
খালেদা জিয়া ওই সমাবেশে বলেন, “আজকে বলা হয় এত লাখ শহীদ হয়েছে, এটা নিয়েও অনেক বিতর্ক আছে। তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হত না।”
খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ও এক ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার বাসার সামনে বিক্ষোভ করা আহ্বান জানিয়েছেন।
গত শনিবার ফেসবুক পেজে জয় লেখেন, ‘আমি সবাইকে আহ্বান জানাচ্ছি খালেদা জিয়ার বাড়ির সামনে প্রতিবাদ জানাতে। বিএনপি এবং তাকে দেখান যে, তার পাকিস্তানি প্রভুরা এবং জামায়াতি পোষা গুণ্ডারা আমাদের ভাই ও বোনদের যেভাবে হত্যা করেছিল সেই স্মৃতি অপপ্রচার চালিয়ে মুছে ফেলা যাবে না।

৩ thoughts on “খালেদার বাসভবনের আগেই আ.লীগের মিছিল আটকে দিয়েছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *