পহেলা জানুয়ারী হতে কার্যকর হওয়া নতুন শ্রম আইনে এই মর্মে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে যে, কর্মচারী এবং কর্মদাতা উভয়ের সম্মতির মাধ্যমে যদি কেউ চাকুরী হতে অব্যহতি পান তাহলে তার ক্ষেত্রে কোন ধরণের ব্যান পিরিয়ড কার্যকর হবে না। এমনকি তাঁর কাজের মেয়াদ ২ বছর পূর্ণ না হলেও। তাতে চাকুরীজীবী ৬ মাসের ব্যান বাঁ নিষেধাজ্ঞা ছাড়াই নতুন কোম্পানিতে ওয়ার্ক পারমিট পেতে পারবেন।
তবে চতুর্থ কিংবা পঞ্চম ক্যাটাগরির নীচের ওয়ার্কাররা যারা বর্তমান কোম্পানিতে যাদের কাজের মেয়াদ কমপক্ষে ৬ মাস পুরা হয়নি তারা এ সুযোগ পাবেন না।
আমিরাতের শ্রম মন্ত্রণালয় এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে যে বাইরে থেকে নতুন করে লোক আনার চে তারা দেশের অভ্যন্তরীন জনশক্তিকে কাজে লাগানোর জন্য এ সংশোধনী এনেছে।
উল্লেখ্য গত বছর ৩ লক্ষ ৪০ হাজার ওয়ার্কার যারা তাদের কোম্পানীতে কমপক্ষে দু বছর কাজের মেয়াদ শেষ করেননি তাদেরকে নতুন্ করে ওয়ার্ক পারমিট দেয়া হয়নি।
( সুত্রঃ এমিরেটস টুয়েন্টি ফোর / সেভেন, আল বায়ান)
Shajahan Khan liked this on Facebook.
Shahin Vai liked this on Facebook.
খালিদ ইমদাদ liked this on Facebook.
তোমার ভালবাসা চাই liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Mohammed Haroon liked this on Facebook.
জাহিদুল ইসলাম বখতিয়ার liked this on Facebook.
Salah Uddin Mithu liked this on Facebook.
MD Uzzol Baruniya liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.