বড়দিনে ‘দিলওয়ালে’কে হারিয়ে দিল ‘মাস্তানি’

ঢাকা: আঠারো ডিসেম্বর সিনেমায় মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউডের দুই বিগ বাজেটের ছবি ‘দিলওয়ালে’ এবং ‘বাজিরাও মাস্তানি’! মুক্তির পর থেকেই বক্স অফিসে ‘বাজিরাও মাস্তানি’কে হারিয়ে দাপট নিয়ে চলছিল রোহিত শেঠির পরিচালনায় শাহরুখ-কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’। কিন্তু মুক্তির অষ্টম দিনে এসে সেই ‘দিলওয়ালে’কেই হারিয়ে বক্স অফিসে প্রথমবার দাপট দেখালো রনবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত সঞ্জয় লীলা বানসালির ছবি ‘বাজিরাও মাস্তানি’!

জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর ভারতসহ বিশ্বব্যাপী গত ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে রোহিত শেঠির নির্মাণে দীর্ঘ পাঁচ বছর পর জুটিবদ্ধ হওয়া শাহরুখ-কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’। অন্যদিকে একইদিনে মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালিও মুক্তি দিলেন ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবি ‘বাজিরাও মাস্তানি’। ঐতিহাসিক চরিত্র পেশোয়া বাজিরাওয়ের গল্প নিয়ে এই ছবিটি নির্মিত। ছবিতে আছেন তিন সুপারস্টার। রনবীর-দীপিকা ছাড়াও ছবিতে কাশিবাঈ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মুক্তির প্রথম দিনে শাহরুখ-কাজলের ছবি ‘দিলওয়ালে’ আয় করে ২১.৫৪ কোটি রুপি আর অন্যদিকে মাত্র ১১ কোটি রুপি আয় করে ‘বাজিরাও মাস্তানি’। পুরো সপ্তাহজুড়ে ‘দিলওয়ালে’র দাপট থাকলেও মুক্তির অষ্টম দিনে এসে ছক পাল্টে যায় বক্স অফিসের।

সিনেমা বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ বলছে, ২৫ ডিসেম্বর শুক্রবারে ছিল বড়দিন। আর এইদিনে ‘দিলওয়ালে’র চেয়ে ‘বাজিরাও মাস্তানি’-ই মানুষ বেশী দেখেছে। এদিন দিলওয়ালে আয় করেছে ৮ কোটি রুপি, আর অন্যদিকে ‘মাস্তানি’ আয় করেছে ১২ কোটি রুপি।

যদিও সব মিলিয়ে এখন পর্যন্ত এগিয়ে আছে ‘দিলওয়ালে’-ই। কিন্তু বড়দিনে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ আয় করেছে ৮.১১ কোটি রুপি। আর অন্যদিকে দীপিকা-রনবীর সিংয়ের ছবি ‘বাজিরাও মাস্তানি’ আয় করেছে ১২.২৫ কোটি। এই প্রথম ‘দিলওয়ালে’কে বক্স অফিসে টেক্কা ধিল ‘বাজিরাও মাস্তানি’।

ভারতে বক্স অফিসে দিলওয়ালে সর্বমোট আয় করেছে ১১০ কোটি রুপি। ভারতের বাইরে থেকে ‘দিলওয়ালে’ এখন পর্যন্ত আয় করেছে ৮৬ কোটি রুপি। অন্যদিকে শুধু ভারতে ‘বাজিরাও মাস্তানি’ আয় করেছে ৯৮ কোটি রুপি। আর ভারতের বাইরে থেকে ছবিটি আয় করেছে ৪৩ কোটি রুপি।

সিনেমা বিশেষজ্ঞরা ভাবছেন, বক্স অফিসে শেষ পর্যন্ত ‘দিলওয়ালে’ কে ছাড়িয়ে যাবে ‘বাজিরাও মাস্তানি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *