নৌকায় থাকলে সব রংবাজি করা সম্ভব

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন বলেছেন, ‘নৌকার বিপক্ষে কেউ কোনো ভোটারকে ভয় ভীতি দেখালে আমাকে জানাবেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নৌকায় থাকলে সব রংবাজি করা সম্ভব কিন্তু নৌকা না থাকলে কিছুই করতে পারবেন না।’

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার সমর্থনে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএম এমদাদুল হক টুকুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, কেন্দ্রীয় যুবলীগ নেতা সহ-সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সৌমেন চন্দ্র বসু, প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা প্রমুখ।

এ সময় তিনি আরো বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা জয়ের জন্য কালিয়া পৌরসভায় যা যা প্রয়োজন আপনারা তাই করবেন।’

এদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার সমর্থকরা স্বতন্ত্র মেয়র প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটনের সমর্থক চাঁদপুর এলাকার লিটুর বাড়িতে পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন। এ সময় গুলির ঘটনা ঘটে বলেও পরিবারের লোকজন জানায়।

স্বতন্ত্র প্রার্থী লিটন অভিযোগ করে জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার সমর্থকরা আমার কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভিতি দেখাচ্ছে। পুলিশের উপস্থিতিতে এসব ঘটনা ঘটছে বলেও তিনি অভিযোগ করেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ করেন ভয়-ভিতি প্রদর্শনের।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন।’

৩ thoughts on “নৌকায় থাকলে সব রংবাজি করা সম্ভব

Leave a Reply to Md Yousuf Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.