জাপার প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছে আ.লীগ

ঢাকা : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে পৌর নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী-সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী।

বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ করে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা, রেজাউল করিম ভূঁইয়া।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন ফয়সাল চিজতী।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি পৌর নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া নিয়ে উদ্বেগের মধ্যে আছে। বিভিন্ন পৌরসভায় আমাদের দলের প্রার্থীদের হরয়ারি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের প্রার্থীদের ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে ভয়-ভীতি দেখাচ্ছে।’

এসময় প্রতিনিধি দলটি সিইসির কাছে ১ হাজার ৫০০ ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা দেয় এবং সারা দেশের প্রত্যেকটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দেয়ার দাবি জানায়।

৬ thoughts on “জাপার প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছে আ.লীগ

Leave a Reply to Abdul Jalil Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.