ধানের শীষের জন্য নীলফামারীতে ফখরুল

নীলফামারী সৈয়দপুর পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় লিফলেট হাতে নিয়ে ভোটারদের মাঝে তা বিলি করেন। ভোটরদের সাথে কুশল বিনিময়কালে তিনি ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন সরকারের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার পর ইউএস বাংলা এয়ার লাইন্সের বিমানে সৈয়দপুর বিমান বন্দরে নামেন। এ সময় নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান জামান, সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকারসহ অসংখ্য নেতাকর্মী তাকে ফুলের তোড়া দিয়ে করণ করে নেন।

বিমানবন্দর থেকে তিনি জেলা বিএনপির কার্যালয়ে যান। সেখানে সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন, নির্বাচন ও সাংগঠনিক পুনর্গঠন একইসঙ্গে চলবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। দেশে গণতন্ত্র নেই। নেই সুষ্ঠু পরিবেশ। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের করা হচ্ছে ধরপাকড়। করা হচ্ছে হত্যা-গুম। নির্বাচনের জন্য নেই লেভেল প্লেয়িং ফিল্ড।’

বিকেলে তিনি নীলফামারীর জলঢাকা পৌর নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ফাহমিদ ফয়সল চৌধুরী কমেটের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন।

৪ thoughts on “ধানের শীষের জন্য নীলফামারীতে ফখরুল

Leave a Reply to ফেমাস আয়ুর্বেদিক ঔষধালয় ০১৯৭৯০০৪৪৭৭ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.