জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

ঢাকা : মহান বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে বুধবার বেলা ১২টায় এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় উপস্তিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল কাইয়ুম, ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনসহ রিজরিজভীসহ দলের নেতাকর্মীরা।

জিয়ার সমাধিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস, শ্রমিক দলসহ দলের অঙ্গ সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

জাসাসের পক্ষে এম এ মালেক, মনির খান, আলী আশরাফ লিটনসহ সংগঠনের নেতারা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ ছাড়া যুবদলের পক্ষ থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতেৃত্বে সংগঠনের নেতাকর্মীরা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে মহান বিজয় দিবসে চন্দিমা উদ্যানে সকাল থেকে দলের নেতাকর্মীরা ভিড় জামান।

এর আগে বেলা পৌনে ১১টায় মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বীর সেনানীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

প্রথমে দল ও জোটের খেতাবধারী মুক্তিযোদ্ধাসহ রণাঙ্গনের বীর সেনানীদের নিয়ে এবং পরে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া।

৮ thoughts on “জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

Leave a Reply to Rizwan Mahmud Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.