গাজী টিভির কক্সবাজার প্রতিনিধি ৪০,০০০ ইয়াবা ও স্ত্রীসহ গ্রেপ্তার

৪০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গাজী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও কক্সবাজার থেকে প্রকাশিত অন্যতম দৈনিক কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সেলিম (৩২) চট্টগ্রামে গ্রেপ্তার হয়েছেন। তার সাথে স্ত্রী মুন্নী আকতারকেও (২৭) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোড থেকে গ্রেপ্তার করা হয়।

১৩ ডিসেম্বর সোমবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানকালে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের বলেন, কক্সবাজার থেকে একটি নোহা মাইক্রোবাসে করে সেলিম ও মুন্নি চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিলেন। গাড়িতে রাখা লাগেজের ভেতরে কম্বলে ইয়াবা আছে বলে আমাদের কাছে তথ্য ছিল।

তিনি আরো বলেন, গাড়ি যখন মেরিনার্স রোড পার হচ্ছিল তখন আমরা সেটির গতিরোধ করি। এরপর সেখানে তল্লাশি চালিয়ে কম্বলের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করি। এসময় সে নিজেকে গাজী টিভির সাংবাদিক পরিচয় দেয়। আমরা তাকে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি।

প্রসঙ্গত, এক সময়ের সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ সেলিম গাজী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি হিসেবে যোগদানের পর কক্সবাজার শহরে আলীশান ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। একই সময়ে টেকনাফের মোহাম্মদ সৈয়দ হোসাইনের মালিকানাধীন দৈনিক পত্রিকা ‘কক্সবাজার বার্তা’ ভাড়া নিয়ে নিজেই ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পত্রিকা প্রকাশনা শুরু করেন।

চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোড থেকে ৪০ হাজার ইয়াবাসহ ‘সাংবাদিক’ এবং তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১৫ thoughts on “গাজী টিভির কক্সবাজার প্রতিনিধি ৪০,০০০ ইয়াবা ও স্ত্রীসহ গ্রেপ্তার

Leave a Reply to Mahbub Ishtiak Bhuiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.