অনৈতিক প্রস্তাবে রাজি হইনি বলেই আমাকে বিপিএল থেকে বাদ দেয়া হয়েছে: আমব্রিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের শুরু থেকেই উপস্থাপনা করে আসছিলেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী আমব্রিন। কিন্তু তাকে হঠাৎ করেই বিপিএল উপস্থাপনা থেকে বাদ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাতকারে আমব্রিন বলেন, ‘ ওদের অনৈতিকত প্রস্তাবে রাজি হয়নি বলেই আমাকে বাদ দেয়া হয়েছে। আমব্রিন বলেন, ‘আমি অনৈতিক কোনো কাজ করতে পারবো না। আমার যোগ্যতা দিয়েই যেকোনো কাজ করতে চাই। বিপিএল-এর ফাইনালের আগে আমাকে এমন কিছু করতে বলা হয়েছে যা আমার পক্ষে সম্ভব নয়। আপস করিনি বলেই আমাকে বাদ দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুরো মাসজুড়ে আমি মাঠে ঠিকমত কাজ করেছি। কিন্তু শেষ মুহূর্তে আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আমি নাকি উশৃঙ্খলভাবে চলা ফেরা করেছি। তাই আমাকে বাদ দেয়া হচ্ছে। কিন্তু আমাকে ক্লিয়ার করেনি আমি কি এমন উশৃঙ্খলতায় জড়িয়েছি। আমি কি মাঠে লেট করে গিয়েছি? কারও সঙ্গে খারাপ আচরণ করেছি? নাকি মদ খেয়ে মাঠে প্রবেশ করেছি? এ ধরণের কোনো অভিযোগ আমাকে নির্দিষ্ট করে বলেনি।

১৮ thoughts on “অনৈতিক প্রস্তাবে রাজি হইনি বলেই আমাকে বিপিএল থেকে বাদ দেয়া হয়েছে: আমব্রিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *