আইন-আদালত নূর হোসেনের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগান

নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে চাঁদাবাজির একটি মামলায় আদালতে হাজির করা হয়। এসময় নূর হোসেনের সমর্থক আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মীরা আদালতের বাইরে অবস্থান নিয়ে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এর আগেও নূর হোসেনকে যতবারই আদালতে হাজির করা হয় ঠিক ততবারই এই সমর্থকদের আদালত প্রাঙ্গনে দেখা গেছে।

সোমাবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে তাঁকে হাজির করার পর এই ঘটনা ঘটে।

জানা গেছে, এই সমর্থকদের মূলত নূর হোসেন নিয়ন্ত্রণ করতেন, এরা বিভিন্ন ব্যবসার শ্রমিক এবং তাঁর হয়ে পরিবহন থেকে চাঁদা আদায় করতেন।

নূর হোসেনকে হাজির করার সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাঁকে আনার সময়ও কঠোর পাহারা ছিল। প্রিজনভ্যান থেকে ডান্ডা-বেড়ি ও হেলমেট পরিয়ে নামানো হয় নূর হোসেনকে। এ ছাড়া বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘিরে ছিলেন তাঁকে।

শুনানি শেষে পরবর্তী হাজিরার জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক। অবশ্য এ সময় আদালতে নূর হোসেনের পক্ষে বা বিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে আদালতের বাইরে নূর হোসেনের সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।

২০১৪ সালের ১৫ মার্চ নূর হোসেনের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদাবাজির মামলা করেন সিদ্ধিরগঞ্জের অটোরিকশা মালিক সাইদুল ইসলাম। পরে ওই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে প্রধান আসামি হিসেবে রয়েছে নূর হোসেনের নাম। আজ মামলাটির শুনানিতেই তাঁকে আদালতে হাজির করে পুলিশ।

সাত খুনসহ নূর হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গত ১২ নভেম্বর ভারত থেকে ফেরত আনা হয়।

১৯ thoughts on “আইন-আদালত নূর হোসেনের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগান

Leave a Reply to Saif Islam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.