এইডস সংক্রামনের হার কম, কমছে অনুদানও

ঢাকা: বাংলাদেশে এইডস সচেতনতা এবং স্বাস্থ্যসেবা বিষয়ক আন্তর্জাতিক সাহায্য গত কয়েক বছরে অনেকটাই কমে এসেছে।

বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ-এর স্বাস্থ্য বিষয়ক পরিচালক ড. জাহাঙ্গির হোসাইন জানালেন, এইচআইভি প্রতিরোধে ২০১৪ এবং ২০১৫ সালের জন্য গ্লোবাল ফান্ডের অনুদানের পরিমাণ ছিল ২২ মিলিয়ন ডলার। ২০১৬ এবং ২০১৭ সালের জন্য যা কমে এসেছে ১২ মিলিয়ন ডলারে।

তিনি তারও বলেন, বাংলাদেশে এইডস সংক্রমণের হার এবং আক্রান্ত মানুষের সংখ্যা কম হওয়ার কারণেই আন্তর্জাতিক অনুদানের পরিমাণ কমছে।

এইডস মোকাবেলায় সরকারকে এখন আরো দায়িত্ব নিতে উৎসাহিত করছে দাতা সংস্থাগুলো।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে ‘বিশ্ব এইডস দিবস’।

সরকারি হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে এইচআইভি আক্রান্তের সংখ্যা জনসংখ্যার এক শতাংশের কম। তবে বিশেষজ্ঞরা মতে, এইডসের ঝুঁকি এখনো ব্যাপকভাবে রয়েছে। কিন্তু এরপরেও ক্রমেই কমছে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ।

তবে দেশে এখন এইডস বিষয়ক সচেতনতা আগের চেয়ে অনেক বেড়েছে। বেসরকারি ক্লিনিকের পাশাপাশি সরকারি উদ্যোগে ১২টি সরকারি হাসপাতালে এখন এইডস পরীক্ষা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *