প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, আটক ২০৮

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের প্রাক্কালে পুলিশের সঙ্গে বামপন্থি পরিবেশ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে।

রোববার (২৯ নভেম্বর) মধ্য প্যারিসে দ্য লা রিপাবলিকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও মোমবাতি ছুঁড়ে মারে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিরোধিতা করে বামপন্থি পরিবেশবাদীরা ৠালির আয়োজন করে। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূচনা ঘটে।

বিক্ষোভকারী পরিবেশ কর্মীদের এ ধরনের আচরণকে ‘জঘণ্য’ মন্তব্য করে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, এ ঘটনা সত্যিই দুঃখজনক। বিশেষ করে দ্য লা রিপাবলিকায়, যেখানে ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ফুল ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে, এমন বিক্ষোভ নিঃসন্দেহে মর্মপীড়াদায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *