বিপিএলের প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শুরু সোমবার থেকে

বিপিএলের শ্বাসরুদ্ধকর প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শুরু সোমবার

বিপিএল নিউজ: শেষ হলো বিপিএল সিজন থ্রি’র প্রথম পর্ব। দুই দিনের বিরতি শেষে আগামী সোমবার থেকে চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় পর্ব। এরই মধ্যে বন্দরনগরীতে পৌঁছে গেছে দলগুলো।
মিরপুরের হোম অব ক্রিকেটে এক ডজন ম্যাচের বেশিরভাগই ছিলো শ্বাসরুদ্ধকর। তামিমের ব্যাক টু ব্যাক ফিফটির সঙ্গে ছিলো আল আমিনের হ্যাটট্রিক। ছিলো মাশরাফির ব্যাটসম্যান বনে যাওয়া ইনিংসও।
২২ নভেম্বর চিটাগংস ভাইকিংস ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়ায় বিপিএলের সিজন থ্রি। জমকালো উদ্বোধনীর মতো টানটান উত্তেজনার ছিলো প্রথম পর্বের ১২টি ম্যাচ। রংপুর, কুমিল্লা আর ঢাকার বিপরীতে হারগুলো চিটাগং ভাইকিংসকে শীর্ষে উঠতে না দিলেও ওপেনার তামিম পেয়েছেন জোড়া হাফসেঞ্চুরি।
প্রথম পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রংপুরের সৌম্যের ব্যাট জ্বলে না উঠলেও অলরাউন্ডার সাকিব পেয়েছেন সাফল্য। দলের জয়ে নিয়মিত নাম ভূমিকায় ছিলেন উইকেট কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।
সাঙ্গাকারার অধিনায়কত্বে জয় দিয়ে শুরু করা ঢাকা ডায়নামাইটস পেয়েছে ধারাবাহিক সফলতা। ডায়নামাইটসের হয়ে একমাত্র হাফ সেঞ্চুরিটি আসে সাঙ্গার ব্যাট থেকেই। সঙ্গে কাটার মাস্টার মুস্তাফিজের ৮ উইকেট।
পেসার মাশরাফির ব্যাটসম্যান বনে যাওয়াই ভাগ্য খুলে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এ পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে ৯ উইকেটের জয় কুমিল্লার ঝুলিতেই।
সবচেয়ে কম ম্যাচ খেলে বরিশাল বুলস ক্যাপ্টেন মাহমুদুল্লাহ’র প্রাপ্তির খাতা সমৃদ্ধ করে আল আমিন তুলে নেন আসরের প্রথম হ্যাটট্রিক। বিদেশী ক্রিকেটারদের মধ্যে বল হাতে সফল কেভন কুপার।
তবে ভাগ্যকেই দুষতে হচ্ছে সিলেট সুপার স্টারসের। জয়ের নাগাল পেতে পেতেও চার ম্যাচ খেলেও জয় বঞ্চিতই রয়ে গেছে গেছে মুশফিকুর রহিমের সিলেট।
৩টি করে ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কুমিল্লা, রংপুর আর ঢাকা। চারে বরিশাল। পাঁচে চিটাগং ভাইকিংস আর সিলেট আছে পয়েন্ট টেবিলে সবার নীচে।

 নিউজ সংগ্রহ
রাশেদুল

২ thoughts on “বিপিএলের প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্ব শুরু সোমবার থেকে

Leave a Reply to MadZy Anik MoLlick Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.