আমিরের জন্য আত্মহত্যা!

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড অভিনেতা আমির খানের মন্তব্যে শুধু রাজনৈতিক মহলেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে না। এ ঝড় আমির-ভক্তদের অন্দরমহলেও হানা দিয়েছে। এ নিয়ে আত্মহননের ঘটনাও ঘটছে।

আমিরের মন্তব্য সঠিক, নাকি ভুল—এ নিয়ে স্বামীর সঙ্গে তর্কের একপর্যায়ে আত্মহত্যা করলেন এক নারী। গত বুধবার ভারতের মধ্যপ্রদেশের জবলপুর শহরের কোতোয়ালি এলাকায় এ ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আমির খানের মন্তব্যে ওই দিন স্বামী ময়ঙ্ক পান্ডের সঙ্গে সোনম পান্ডের (২৭) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বিষ পান করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর মৃত্যু হয় সোনমের।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ময়ঙ্ক পুলিশকে জানান, ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে আমিরের মন্তব্য নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ময়ঙ্কের বাবা আর পি পান্ডে জানান, তাঁর পুত্রবধূ সোনম আমিরের ভক্ত। ময়ঙ্ক যখন আমিরের মন্তব্য নিয়ে বিদ্রূপ করছিল, তখন সে খুব বিরক্ত হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা ওপি সিং বলেন, ‘এখন আমরা ময়ঙ্কের বক্তব্য নিচ্ছি। বিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাঁর (সোনম) ভাইয়ের অভিযোগ, যৌতুকের জন্য তাঁর ওপর নির্যাতন করা হতো। এ ব্যাপারে তদন্ত হচ্ছে।’

গত সোমবার নয়াদিল্লিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতে অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলেন আমির খান। তিনি বলেন, ‘আমি আতঙ্কিত। আমার স্ত্রী (কিরণ রাও) ভারতের বাইরে চলে যাওয়ার কথা বলছে।’

আমির আরো বলেন, ‘কিরণ খুবই ভয় পেয়েছে। কী থেকে কী হয়, তা নিয়ে সংশয়ে রয়েছি আমরা সবাই। আমাদের ওপর যদি হামলা হয়?’

ওই বক্তব্যের পর ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি), শিবসেনাসহ বিভিন্ন সংগঠন আমিরের সমালোচনায় মুখর হয়ে ওঠে। এমনকি ভারতের কয়েকজন অভিনেতা-অভিনেত্রীও আমিরের সমালোচনা করেন। তাঁদের কেউ কেউ আমিরকে নিজ গন্তব্য ঠিক করারও পরামর্শ দেন।

One thought on “আমিরের জন্য আত্মহত্যা!

Leave a Reply to Moin Ahmed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.