সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের পাঁচরকি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে মো. নজরুল ইসলাম ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার। তাদের মরদেহ এখনও ঘটনাস্থল ভারতের তারালি এলাকায় পড়ে রয়েছে বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিমুল হক জানান, নিহতদের লাশ আনার চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে আরও যারা ছিল তারা পালিয়ে এসেছে। নজরুল ও আব্দুল খালেকের লাশ দেখে এসে বিষয়টি নিশ্চিত করেছেন পালিয়ে আসা সঙ্গীরা।
সীমান্তের লোকজন গরু রাখালদের বরাত দিয়ে আরও জানান, বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বিএসএফএর ৭৬ ব্যাটেলিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয়।
এ প্রসঙ্গে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন বলেন,‘আমি ওপারে গুলির খবর শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি।’
বিজিবির ৩৮ ব্যাটেলিয়ন কর্মকর্তারা বলেন,‘বিষয়টি সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি। নিশ্চিত করা গেলে জানানো হবে।’
MadZy Anik MoLlick liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Rezina Akhter liked this on Facebook.
Liton Ahmed liked this on Facebook.