ঢাকা: আজ ২৪ নভেম্বর আশি বছরে পা রাখলেন ভারতীয় অভিনেতা, চিত্রনাট্যকার এবং সুপারস্টার অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান। আর বাবার জন্মদিনে তিনপুত্রসহ একটি সেলফি দিলেন আরেক ছেলে আরবাজ খান। ছবিতে সালমান খান, আরবাজ খান ও সোহেল খানের সাথে আশি বছরের সেলিম খানকে প্রাণবন্ত দেখা গেছে।
আরবাজ খান ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে বাবাকে শুভ কামনা জানিয়ে বলেন, ‘আজ বাবা ৮০ বছরে পা রাখলেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনিই আমার এবং আমাদের পুরো পরিবারের কাছে একটি স্তম্ভ। আমরা তাকে অসম্ভব রকম শ্রদ্ধা করি। তিনি সর্বদা আমাদের কাছে এক প্রেরণার নাম। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন। বাবা, তোমাকে অসম্ভব ভালোবাসি।’
সম্প্রতি সালমান খান তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারণা করতে গিয়েও সালমান খান তার পুরো পরিবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।
উল্লেখ্য, হিন্দি চলচ্চিত্রে সেলিম-জাভেদ জুটির সাথে উন্নতমানের মানিকজোড় চিত্র্যনাট্যর হিসেবে পরিচিত সালমানের পিতা সেলিম খান। সালমান ছাড়াও তিনি হলেন বলিউডের দাপুটে অভিনেতা, নির্মাতা ও প্রযোজক সোহেল খান, এবং আরবাজ খানের বাবা।
Moin Ahmed liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
Mostaf Kamal liked this on Facebook.
Rofiqul Islam Lablu liked this on Facebook.
Salauddin Al Mamun liked this on Facebook.