সীমান্ত নিরাপত্তা নিশ্চিত বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ দেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের হাজারীবাগ এলাকার বিএসএফ ট্রেনিং সেন্টারে সোমবার থেকে ১৩ দিন ব্যাপী বিজিবি-বিএসএফের এই যৌথ প্রশিক্ষণ শুরু হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার সকাল ১০টার দিকে বিজিবির ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। প্রতিনিধি নেতৃত্বে রয়েছেন সুবেদার মেজর হযরত আলী।
প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নো-ম্যানসল্যান্ডে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪০ বিএসএফের হরিদাসপুর ক্যাম্পের কমান্ডার বিরেন্দ্র কুমার মিনা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার জালাল উদ্দিন জানান, দু-দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি ভারতে গেছেন। সীমান্তে বিজিবি-বিএসএফর যৌথ টহল ব্যবস্থা উন্নত করা, মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করার ব্যাপারেও সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে।
hahaha
Mizanur Rahaman liked this on Facebook.
Md Rustum liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
হাসতে পারলাম না বলে দুঃখিত, ,,
Reaz Uddin liked this on Facebook.