কারিনার সঙ্গে সেলফি, বিতর্কে ছত্রীশগড়ের মুখ্যমন্ত্রী

বিরোধীরা বলে থাকেন, সেলফি তোলাটা না কি তার অভ্যাস। বিভিন্ন সময়ে বিভিন্ন সভায় তাকে দেখা গেছে অনেক মানুষের সঙ্গে সেলফি তুলতে। তিনি হলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ। কিন্তু এবার কারিনা কাপুরকে পাশে রেখে সেলফি তুলে বিতর্কের মুখে পড়ে গেছেন তিনি। সম্প্রতি রায়পুরের এক সভায় উপস্থিত ছিলেন রমন সিংহ আর কারিনা কাপুর। শিশুদের অধিকার সংক্রান্ত ওই সভার আয়োজন করেছিল ইউনিসেফ এবং রাজ্যের স্কুল এডুকেশন, নারী ও শিশু উন্নতি বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিংহ। ইউনিসেফের ভারতীয় সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে হাজির হয়েছিলেন কারিনা কাপুর খান। সভামঞ্চে কারিনার পাশে বসে সেলফি তোলার পর থেকে সরব বিরোধীরা। রাজ্যের কংগ্রেস প্রধান ভূপেশ বঘেল বলেন, “রাজ্যের এক ডজনেরও বেশি চাষী খরার জন্য সমস্যায় পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন! এ রকম একটা স্পর্শকাতর সময়ে মুখ্যমন্ত্রী কি না নায়িকার পাশে বসে ছবি তুলছেন! অবশ্য শুধু ধিক্কারই নয়, রমন সিংহকে নিয়ে নানা ব্যঙ্গও শুরু হয়েছে বিরোধী মহলে। বিরোধীদের বক্তব্য, উনি নেহায়েতই অভ্যাসের বশে সেলফি তুলে ফেলেছেন। যেখানে যান, সেখানেই তো সেলফি তোলেন রমন! এর আগে অনেক অনুষ্ঠানে অনেকের সঙ্গেই ছবি তুলেছেন তিনি! এ বার সেই তালিকায় জুড়ল বলিউডের অভিনেত্রীর নাম।

৮ thoughts on “কারিনার সঙ্গে সেলফি, বিতর্কে ছত্রীশগড়ের মুখ্যমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *